সালওয়া জুডুম কী

সালওয়া জুডুম কী?

What is Salwa Judum?

‘সালওয়া জুডুম’ শব্দটির অর্থ হল ‘শান্তি অভিযান’। এই শব্দটির উৎপত্তি ‘গোন্ডি’ নামক একটি আঞ্চলিক ভাষা থেকে। ‘গোন্ডি’ ভাষার স্থানীয় নাম কৈতুর (Koitur)। 

‘সালওয়া জুডুম’ কী?

‘সালওয়া জুডুম’ হল একটি শান্তিপূর্ণ আন্দোলন, বাংলায় যার অর্থ দাঁড়ায় জনজাগরণ। এই আন্দোলন গড়ে তুলতে গঠন করা হয়েছিল একটি মিলিশিয়া বাহিনী। ভারতের ছত্তিশগডে রাজ্যের মাওবাদী দমন অভিযানের অংশ হিসেবে এদের সংগঠিত এবং মোতায়েন করা হয়েছিল। লক্ষ্য ছিল এই অঞ্চলে মাওবাদী তথা নকশালপন্থী কার্যকলাপ বন্ধ করা। স্থানীয় উপজাতি যুবকদের নিয়ে গঠিত এই মিলিশিয়া বাহিনীর কার্যকলাপকে বলা হত ‘শান্তিপূর্ণ আন্দোলন’। নাম দেওয়া হয়েছিল ‘জনজাগরণ’। এরা ছত্তিশগড় রাজ্য সরকারের কাছ থেকে সমর্থন এবং প্রশিক্ষণ পেত।

পটভূমি :

বলা হয়, একদিকে মাওবাদী অন্যদিকে নিরাপত্তা বাহিনীর মধ্যে পড়ে নিরীহ গ্রামবাসীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। নিজেদের রক্ষার পথ খুঁজতেই গ্রামবাসীদের একাংশ এই আন্দোলন শুরু করেছিল। কিন্তু কিছুদিন পরে, মুখ্যমন্ত্রী রমন সিং-এর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে, সেটাই রূপ নেয় ‘সালওয়া জুডুম’ নামে একটি রাষ্ট্রীয় মদতপুষ্ট মিলিশিয়া বাহিনীতে। এই বাহিনীতে বিপুল সংখ্যক আদিবাসী যুবককে সংঘটিত করে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, মাওবাদী বিদ্রোহ দমনের নাম করে। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে এই বাহিনী ২০১১ সাল পর্যন্ত সক্রিয় ছিল। 

সালওয়া জুডুমের কর্মকাণ্ড :

২০০৫ থেকে ২০১১ পর্যন্ত সালওয়া জুডুম চলাকালীন বস্তার অঞ্চল জুড়ে চলেছিল ভয়াবহ হিংসা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই সময় ৪২২ জন মাওবাদী, ১০১৯ জন গ্রামবাসী এবং ৭২৬ জন নিরাপত্তা কর্মী নিহত হন। বহু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। হাজার হাজার আদিবাসী বাস্তবচ্যুত হন।

প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী নন্দিনী সুন্দরের মতে, সালোয়ার জুলুম ছিল রাষ্ট্র পৃষ্ঠপোষিত বেআইনি ভিজিলান্টি আন্দোলন। শত শত গ্রাম জালিয়ে দেওয়া হয়েছে, বহু নারী ধর্ষিতা। প্রায় পঞ্চাশ হাজার মানুষকে জোর করে সালওয়া জুডুম শিবিরে রাখা হয়েছিল। নন্দিনী আরো বলেন, বস্তারের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়ংকর অধ্যায়ে এটি। এখনো পর্যন্ত কেউ ক্ষতিপূরণ পাননি এবং কোন বিচারও হয়নি।

সালওয়া জুডুম ও তার প্রভাব :

বস্তার অঞ্চলের শান্তিকর্মী শুভ্রাংশ চৌধুরীর মত হল, 
  • ১) সালওয়া জুডুম শুরু হওয়ার পরই জোর করে বাস্তবচ্যুতির ঘটনা তীব্র হয়ে ওঠে। 
  • ২) ১৯৮০ সালের পর থেকেই মাওবাদীরা গ্রাম প্রধানদের হটিয়ে নিজেদের সংগঠনের লোক বসাতে চাইছিল।
  • ৩) কিন্তু ২০০৫ সালের পর সেই ধারা ভয়াবহ রূপ নেয়। আজ প্রায় ৩০০ টি গ্রাম ও বনাঞ্চল বসতিতে ৯০ শতাংশ মানুষ অভ্যন্তরীণ উদ্বাস্তু। 
  • ৪) আর তাদের অধিকাংশই সালওয়া জুডুম পরবর্তী সময়ে ছত্রিশগড় ছেড়ে অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানায় চলে যায়।

সালওয়া জুডুমকে বেআইনি ঘোষণা :

অবশেষে ২০১১ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী নন্দিনী সুন্দর একটি জনস্বার্থ মামলা করেন। এই মামলা ‘নন্দিনী সুন্দর বনাম ছত্রিশগড় রাজ্য মামলা’ নামে পরিচিত। এই মামলায় এক ঐতিহাসিক রায়ের সুপ্রিম কোর্ট সালওয়া জুডুমকে বেআইনিঅসংবিধানিক ঘোষণা করে ভেঙে দেয়। এই বেঞ্চের বিচারপতি ছিলেন বি সুদর্শন রেড্ডি ও বিচারপতি এস এস নির্জর। 

সাম্প্রতিক বিতর্ক :

সম্প্রতি, ২২ শে আগস্ট ২০২৫ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেরালায় গিয়ে বলেছেন, ২০১১ সালে যদি রেড্ডি (বি সুদর্শন রেড্ডি) জলওয়া জুডুম বন্ধের নির্দেশ না দিতেন, তাহলে ২০২০ সালের মধ্যে মাওবাদীদের নাশকতা বন্ধ হয়ে যেত। উল্লেখ করা যেতে পারে, বিচারপতি বি সুদর্শন রেড্ডি বর্তমান (২০২৫ সালের) ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। আর সেটা মাথায় রেখেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন। অমিত সাহা বলেন, সেই রেড্ডিকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার অর্থ হল মাওবাদীদের সমর্থন করা।

এ প্রসঙ্গে বি সুদর্শন রেড্ডি বলেছেন, ‘রাইটি আমার ছিলনা, ছিল সুপ্রিম কোর্টের। সেখানে আমার সঙ্গে আরো একজন বিচারপতি ছিলেন। সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ রায়টি পড়বেন। যদি তিনি রায়টি পড়তেন তাহলে তিনি এই মন্তব্য করতেন না।

উল্লেখ্য, কিন্তু সশস্ত্র সহায়ক বাহিনী, জেলা রিজার্ভ গ্রুপ এবং অন্যান্য নজরদারি গোষ্ঠীর আকারে এখনও তা বিদ্যমান।
--------xx-------

মন্তব্যসমূহ

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

আন্তর্জাতিক সাইকেল দিবস

বিরসা মুন্ডার মৃত্যুদিন

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে