মহেন্দ্র সিং ধোনির জন্মদিন
মহেন্দ্র সিং ধোনির জন্মদিন Mahendra Singh Dhoni's Birthday ১৯৮১ সালের ৭ জুন । ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি র জন্মদিন। ১৯৮১ সালের আজকের দিনে তিনি রাঁচি শহরে জন্মগ্রহণ করেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল ২০১১ সালে ‘ বিশ্বকাপ ’ জয় করে। এছাড়া ২০০৭ সালে ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপ ’, ২০১৩ সালে ‘ চ্যাম্পিয়নস ট্রফি ’ এবং তিনবার ‘ এশিয়া কাপ ’ জয়লাভ করে।