সৌরভ গঙ্গোপাধ্যায় এর জন্মদিন

সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জন্মদিন

Sourav Gangulys Birthday

১৯৭২ সালের ৮ জুলাই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া। ১১৩ টি টেস্ট ও ৩১১ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তাঁর মোট শত রানের (সেঞ্চুরি) সংখ্যা ৩৮ টি। ১৯ ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তিনি ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট।

মন্তব্যসমূহ

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

আন্তর্জাতিক সাইকেল দিবস

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

বিরসা মুন্ডার মৃত্যুদিন

চে গেভারার জন্মদিন

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে