বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি

মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ প্রাপ্তি :

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর। মালায়ালি (মলিউড) সুপারস্টার মোহনলাল ‘দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২৩’ লাভ করেন। এটি ভারতের ৭১ তম দাদা সাহেব ফালকে পুরস্কার।  ভারতীয় সিনেমায় নজির সৃষ্টিকারী অবদানের জন্য প্রবাদপ্রতিম এই অভিনেতা পরিচালক ও প্রযোজককে এই পুরস্কার দেয়া হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, তাঁর অতুলনীয় ও বহুমুখী প্রতিভা এবং অবিরাম পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রকে ‘গোল্ডেন স্ট্যান্ডার্ড’ দিয়েছে।২০০৪ সালে এই পুরস্কার পান মলিউড তারকা আদুর গোপালকৃষ্ণন

উল্লেখ্য, গত বছর এই পুরস্কার পেয়েছিলেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এবারের সিলেকশন কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সদস্য গতবারের দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী মিঠুন চক্রবর্তী। এছাড়া ছিলেন শংকর মহাদেবন ও আশুতোষ গোয়াড়িকর।

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোহনলালকে অভিনন্দন জানিয়ে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অসাধারণ ও বহুমুখী প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন শ্রীমহলালজি। দশকের কালজয়ী কাজে ভর্তি তার ঝুলি। মালায়ালাম ফিল্ম হোম থিয়েটারের পথপ্রদর্শক হওয়ার পাশাপাশি কেরালার সংস্কৃতির প্রতি তার অসীম ভালোবাসা।

চলচ্চিত্রে মহলালের অবদান :

প্রায় ৪ দশক ধরে তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের ঝুলিতে রয়েছে প্রায় ৩০০ এরও বেশি সিনেমা। নিজের অভিনীত অনেক সিনেমায় তিনি গানও গেয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল— কালাপানি, দৃশ্যম, কোম্পানি ইত্যাদি।

মোহনলালের পুরস্কার ও সম্মাননা :

২০২৫ সালের পাওয়া ‘দাদাসাহেব ফালকে পুরস্কার২০২৩ ছাড়াও তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল—
  1. নয় বার ‘কেরালা স্টেট আওয়ার্ডস
  2. একাধিক আন্তর্জাতিক পুরস্কার। 
  3. ২০০১ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার
  4. ২০১৯ সালে পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার
  5. ২০২৫ সালের পাওয়া ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩’।
এছাড়া তিনি ‘অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট’র প্রেসিডেন্ট পদেও নির্বাচিত হয়েছিলেন।

পুরস্কার নিয়ে বিতর্ক :

তবে বিতর্ক তৈরি হয়েছে, কেরালার আরেক সুপারস্টার মামুটি-কে নিয়ে। কেরালার ৭৪ বছরের এই অভিনেতাও (মোহাম্মদ কুট্টি পানাপারাম্বিল ইসমাইল) একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের। তাঁর অভিনয়ের সাবলীলতা ও সব ধরনের চরিত্রে অভিনয়ে পারদর্শিতা মোহনলাল-এর থেকে কম নয়। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘লালেত্তান’ (মহনলাল)-কে বেছে নেওয়ার পেছনে দক্ষিণ ভারতে ‘ধাক্কা খাওয়া’ বিজেপির ‘জমি তৈরি করার উদ্দেশ্য’ কাজ করেছে?

তবে, মামুটি এই বিতর্কে ঢোকেননি। মোহনলালকে ‘সহকর্মী ও ভাই’ বলে সম্বোধন করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

মূল কথা :

উল্লেখ্য, এদিন শাহরুখ খান রানী মুখোপাধ্যায় বিক্রান্ত মেসি সহ একাধিক অভিনেতা পরিচালক ও প্রযোজকের হাতে ৭১ তম জাতীয় পুরস্কার তুলে দেয়া হয়। এই প্রথমবার শাহরুখ খান পেলেন সেরা অভিনেতার ন্যাশনাল অ্যাওয়ার্ড। অ্যাটলি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা জওয়ান-এ তিনি এই পুরস্কার পেয়েছেন।

মন্তব্যসমূহ

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

বিশ্ব অ্যালজেইমার্স দিবস

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

বিশ্ব খাদ্য দিবস

উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি কী

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে