বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

মিঠুন চক্রবর্তীর দাদাসাহ সাহেব ফালকে পুরস্কার ২০২২ প্রাপ্তি

মিঠুন চক্রবর্তীর দাদাসাহ সাহেব ফালকে পুরস্কার ২০২২ প্রাপ্তি :

কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী ২০২৪ সালের ৮ অক্টোবর ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। এই পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন।  

পুরস্কার প্রাপ্তির বিস্তারিত:

বছর: ২০২৪
অনুষ্ঠান: ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
প্রদানকারী কর্তৃপক্ষ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

পুরস্কারের কারণ: 

ভারতীয় চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর অসামান্য অবদান
পুরস্কার প্রাপ্তির সময়: অক্টোবর মাসের ৮ তারিখে

উল্লেখযোগ্য তথ্য:

এই পুরস্কারের মাধ্যমে মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান লাভ করেন। 
এই পুরস্কার প্রাপ্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানান।

তাঁর চলচ্চিত্র জীবনের অন্যতম বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে মৃগয়া, ডিস্কো ড্যান্সার, এবং ডান্স ডান্স। 
তিনি ২০২৪ সালের জানুয়ারিতে পদ্মভূষণ উপাধিতেও ভূষিত হন।
------------
জাতীয় পুরস্কার: মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন

মিঠুন চক্রবর্তী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। (সৌজন্যে: দূরদর্শন জাতীয় )নতুন দিল্লি:
মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন । ৭০তম জাতীয় পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মিঠুন চক্রবর্তী (৭৪) অগ্নিপথ, মুঝে ইনসাফ চাহিয়ে, হাম সে হ্যায় জামানা, পাসন্দ আপনি আপনি, ঘর এক মন্দির এবং কসম প্যাদা করনে ওয়ালে কি-এর মতো চলচ্চিত্রে তার কাজের জন্য বিখ্যাত ।

অনুষ্ঠানের আগে, অভিনেতা লাল গালিচায় বললেন, "আমি কী বলব? এত বড় সম্মান - আমি কেবল ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। আমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছি, ঈশ্বর আমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছেন। আমি এখনও এটি প্রক্রিয়া করছি।"

৮ অক্টোবর, ২০২৪ তারিখে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এটি উপস্থাপন করা হবে।" দাদাসাহেব ফালকে পুরস্কার হল দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান এবং সরকার কর্তৃক প্রদত্ত।"

মিঠুন চক্রবর্তীর জন্ম কলকাতায় এবং তিনি ১৯৭৬ সালে মৃগয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে , এই চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বছরের পর বছর ধরে, মিঠুন তাহদের কথা (১৯৯২) এবং স্বামী বিবেকানন্দ (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । সম্প্রতি, তিনি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রে অভিনয় করেন । তার ছেলে, নমাশী চক্রবর্তী, ব্যাড বয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন।
------------xx-----------

মন্তব্যসমূহ

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

বিশ্ব অ্যালজেইমার্স দিবস

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

বিশ্ব খাদ্য দিবস

উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি কী

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে