বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার পথিকৃৎ

ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম পথিকৃৎ

The first promoter and pioneer of homeopathic medicine in India

১৮৮৯ সালের ৫ই জুন। ভারতে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক ও অন্যতম পথিকৃৎ রাজেন্দ্রচন্দ্র দত্ত প্রয়াত হন। 

রাজেন্দ্রচন্দ্র দত্ত (১৮১৮-১৮৮৯) ছিলেন কলকাতার একজন বিশিষ্ট ব্যক্তি এবং হোমিওপ্যাথির প্রতি গভীর অনুরাগী।  বাংলায় এবং ভারতে হোমিওপ্যাথির প্রসারে তাঁর অবদান ছিল অপরিসীম।

প্রাথমিক জীবন ও কর্মজীবন:

জন্ম ও শিক্ষা:

রাজেন্দ্রচন্দ্র দত্ত ১৮১৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিকভাবে ইংরেজি ও সংস্কৃত শিক্ষা লাভ করেন।

হোমিওপ্যাথির সাথে সম্পর্ক:

পড়াশোনা শেষ করে রাজেন্দ্রচন্দ্র দত্ত প্রথমে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় নিজের বাড়িতে একটি দাতব্য অ্যালোপ্যাথিক ডিসপেন্সারি শুরু করেন।

এরপর তিনি ড. জন মার্টিন হনিগবার্গারের শিষ্য হয়ে ওঠেন, যিনি ভারতবর্ষে সর্ব প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে আসেন। রাজেন্দ্রচন্দ্র দত্ত তাঁর কাছ থেকে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেন।

ধীরে ধীরে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার দিকে পুরোপুরি ঝুঁকে পড়েন। ১৮৬১ খ্রিস্টাব্দে তিনি এই পদ্ধতিতে বেশ খ্যাতি অর্জন করেন এবং এর প্রচারে আত্মনিয়োগ করেন

সামাজিক অবদান:

তিনি কলকাতায় হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন এবং অনেক গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।  

গ্রন্থ রচনা:

তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে বাংলা ভাষায় ‘হোমিওপ্যাথিক চিকিৎসা’ নামে একটি বই রচনা করেন, যা সে সময়ে খুবই জনপ্রিয় হয়।  

মহেন্দ্রলাল সরকারের উপর প্রভাব:

তিনি তৎকালীন প্রখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসক ডা. মহেন্দ্রলাল সরকারকে কয়েকটি কঠিন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার ফলাফল দেখান। রাজেন্দ্রচন্দ্র দত্তের দেখানো এই ফলাফল দেখে মহেন্দ্রলালের ধ্যানধারণা আমূল পরিবর্তন হয়। অবশেষে রাজেন্দ্রচন্দ্র দত্তের উপদেশে মহেন্দ্রলাল সরকার অ্যালোপ্যাথিক চিকিৎসা ছেড়ে হোমিওপ্যাথিক পদ্ধতি গ্রহণ করেন।

গুরুত্বপূর্ণ অবদান:

  • তিনি দেশে প্রথম হোমিওপ্যাথিক হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয়ের পত্তন করেন।
  • তিনি বহু হোমিওপ্যাথিক ব্যবসা-প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
  • তাঁর প্রচেষ্টায় এবং দিকনির্দেশনায় মহেন্দ্রলাল সরকারের মতো ব্যক্তিত্বরা হোমিওপ্যাথিতে আকৃষ্ট হন, যা ভারতে এই চিকিৎসা পদ্ধতির প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

রাজেন্দ্রচন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষণতার কারণেই ভারতে, বিশেষ করে বাংলায়, হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর প্রচেষ্টায় বাংলা ও ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা জনপ্রিয়তা লাভ করে এবং তাঁকে ভারতীয় হোমিওপ্যাথির অগ্রদূত হিসাবে স্মরণ করা হয়।

--------xx------- 

মন্তব্যসমূহ

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

বিশ্ব অ্যালজেইমার্স দিবস

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

বিশ্ব খাদ্য দিবস

উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি কী

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে