STFI-এর প্রতিষ্ঠা দিবস
STFI-এর প্রতিষ্ঠা দিবস Foundation Day of the School Teachers’ Federation of India ২০০০ সালের ১২ আগস্ট। স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস। আজ STFI ২৫ তম প্রতিষ্ঠা দিবস। আজকের দিনে ২০০০ সালে কলকাতায় এবিটিএ এবং এবিপিটিএর নেতৃত্ব সর্বভারতীয় স্তরের গনতান্ত্রিক, প্রগতিশীল শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর শিক্ষক আন্দোলন গড়ে তুলতে এই সংগঠন টি গড়ে তোলা হয়। স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (STFI) হল ভারতের একটি বিশিষ্ট শিক্ষক ইউনিয়ন। এটি একটি জাতীয় স্তরের সংগঠন যা স্কুল শিক্ষকদের স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে। এই সংগঠনের প্রথম সভাপতি হয়েছিলেন এবিপিটিএর সাধারণ সম্পাদক কমরেড ডি রামা রেড্ডি এবং সাধারণ সম্পাদক হন এ বি টিএ র কম. তুষার পঞ্চানন। প্রাদেশিক শিক্ষক সংগঠনগুলো যেমন নিজেদের রাজ্যে শিক্ষা আন্দোলন করে চলেছে, তেমনি আবার কেন্দ্রীয়ভাবে এসটিএফআই-এর ছাতার তলায় এক সাথে কেন্দ্রিয় সরকারের গনবিরোধী কার্যকলাপ ও শিক্ষানীতির বিরুদ্ধে সংগ্রাম সংগঠিত করে চলেছে। ইতিমধ্যে নয়া জাতীয় শিক্ষা নীতি ২০২০, নয়া পেনশন নীতি, সরকারের অস্থায়ী কর্মচার...