পাকিস্তানের স্বাধীনতা দিবস পাকিস্তান কেন ১৪ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? Pakistan Independence Day ১৯৪৭ সালের ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস । এই দিন ‘ ব্রিটিশ ভারত ’ ভাগ হয়ে ‘ পাকিস্তান’ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় বলে পাকিস্তানের নাগরিকগণ মনে করেন। সেদিন লর্ড মাউন্টব্যাটেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহকে শপথ বাক্য পাঠ করান। এই দিনটি পাকিস্তানের জনগণ গভীর দেশপ্রেম ও উৎসাহের সাথে উদযাপন করে। স্বাধীনতা দিবসের ইতিহাস ▪️ পাকিস্তান আন্দোলন: ১৯৪০-এর দশকে মোহাম্মদ আলী জিন্নাহ -এর নেতৃত্বে মুসলিম লীগ একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের জন্য জোরদার আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মূল ভিত্তি ছিল ‘ দ্বিজাতি তত্ত্ব ’, যা অনুযায়ী হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি এবং তাদের জন্য দুটি ভিন্ন রাষ্ট্র থাকা উচিত। ▪️ ক্ষমতা হস্তান্তর: ১৯৪৭ সালের ৩রা জুন ব্রিটিশ সরকার ‘ মাউন্টব্যাটেন পরিকল্পনা ’ ঘোষণা করে, যেখানে ব্রিটিশ ভারত বিভাজন এবং ‘ ভারত ’ ও ‘ পাকিস্তান ’ নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি করার কথা বলা হয়। এই পরিকল্পনা অনুযায়ী, ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যাগর...