গোষ্ঠ পালের জন্মদিন
গোষ্ঠ পালের জন্মদিন : The birthday of Goshta Pal ১৮৯৬ সালের ২০ আগস্ট। ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিন। ১৬ বছর বয়স থেকে তিনি মোহনবাগান দলের ফুটবল খেলোয়াড় হিসেবে খেলোয়ার জীবন শুরু করেন। ১৯২৪ সালে তিনি ভারতের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন নির্বাচিত হন।