পোস্টগুলি

১০ আগস্ট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন

ছবি
 রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন : এসি লোকাল ট্রেনের উদ্বোধন First AC local train launched in West Bengal: ২০২৫ সালের ১০ আগস্ট। রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন। আজ ১০ অগস্ট AC EMU রেকের উদ্বোধন হল শিয়লদহ স্টেশনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম এসি লোকাল চালু হলো। এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বইয়ে। তার পরে শুরু হয় চেন্নাইয়ে। পশ্চিমবঙ্গে এই পরিষেবা চালু নিয়ে কথা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে তা চালু হল। ট্রেন ছাড়ার সময় : পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকালটি সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট ছাড়বে এবং তা শিয়ালদহে পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এসি লোকাল শিয়ালদহ থেকে ছেড়ে যাবে এবং তা রানাঘাটে পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিট নাগাদ।  কোন্ কোন্ স্টেশনে দাঁড়াবে : এদিন পূর্ব রেলের তরফে জানানো হল, ট্রেনটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদাতে দাঁড়াবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া : শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের সর্বোচ্চ ...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে