ক্ষুদিরাম বসুর ফাঁসি ক্ষুদিরাম বসুর শহীদ দিবস The day of Khudiram Bose's Hanging ১৯০৮ সালের ১১ আগস্ট। প্রিঙ্গল কেনেডির স্ত্রী ও কন্যা যে গাড়িতে ছিলেন, তাতে বোমা ছোড়ার অভিযোগে ভোর ৬টার (মতান্তরে ৪ টায়) সময়ে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র আঠারো বছর । ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী । ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আত্মাহুতিদানকারী এই বাঙালি যুবকের সাহস ও আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। আজ (১১ আগস্ট, ২০২৫) তাঁর ১১৭তম শাহাদতবার্ষিকী। ক) জন্ম ও শৈশব: জন্ম: ▪️জন্মস্থান : ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের (তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি) মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ▪️পিতা-মাতা : ত্রৈলোক্যনাথ বসু ও লক্ষ্মীপ্রিয়া দেবী। শৈশবে মা-বাবা দুজনকেই হারান। ▪️লালন-পালন : বড় বোন অপরূপা দেবী ও তাঁর স্বামীর কাছে। শোনা যায়, দিদি তাঁকে খুদের (চালের গুঁড়ো) বিনিময়ে কিনে নিয়েছিলেন, তাই তাঁর নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। ▪️পড়াশোনা : পড়াশোনা তামলুক হ্যামি...