দেব আনন্দের প্রয়াণ দিবস
অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস : Dev Anand's death anniversary Dev-Anands-death-anniversary ২০১১ সালের ৩ ডিসেম্বর। অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে লন্ডনে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দেব আনন্দের আসল নাম ধরমদেব পিশোরিমল আনন্দ। ২০০১ সালে পদ্মভূষণ এবং ২০০২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। সমগ্র অভিনয় জীবনে তিনি ১০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
