নন্দলাল বসুর জন্মদিন
নন্দলাল বসুর জন্মদিন Nandalal Basu's birthday ১৮৮২ সালের ৩ ডিসেম্বর। নন্দলাল বসুর জন্মদিন। ১৮৮২ সালের আজকের দিন (মতান্তরে ৩ ফেব্রুয়ারি) তিনি বর্তমান বিহার রাজ্যের মুঙ্গের জেলার হাভেলি খড়্গপুরে জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে তিনি শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয় সংবিধানের আদি সংস্করণের অলংকরণ তারই নেতৃত্বে হয়েছিল। ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান লাভ করেন।
