পোস্টগুলি

সন্ন্যাসিনী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবস

ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবস : Sister Nivedita's death anniversary ১৯১১ সালের ১৩ অক্টোবর। ভগিনী নিবেদিতা প্রয়াত হন। ভগিনী নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। ভারতের নারী শিক্ষায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলকাতার বাগবাজারের তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালের ২৮ অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ডে।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে