পোস্টগুলি

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস : ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর। বিপ্লবী বাঘাযতীন প্রয়াত হন। তৎকালীন উড়িষ্যার বালেশ্বর এ ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি গুরুতর আহত হন। এবং ১০ ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

অভিনেত্রী রেখার জন্মদিন

অভিনেত্রী রেখার জন্মদিন : Actress Rekha's Birthday ১৯৫৪ সালের ১০ অক্টোবর। চলচ্চিত্র অভিনেত্রী রেখার জন্মদিন। তিনি হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর আসল নাম ভানুরেখা গনণেশন । প্রায় ১৮০ টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। ২০১০ সালে ভারত সরকার তাঁকে ‘ পদ্মশ্রী ’ সম্মানে ভূষিত করেন।

জগজিৎ সিং এর প্রয়াণ দিবস

জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস : Jagjit Singh’s Death Anniversary ২০১১ সালের ১০ অক্টোবর। গজল গায়ক জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি ৭০ বছর বয়সে মারা যান। ২০০৩ সালে তিনি পদ্মভূষণ সম্মান পান। পাঞ্জাবি হিন্দি উর্দু ইত্যাদি নানা ভাষায় তিনি গান গেয়েছেন।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে