পোস্টগুলি

প্রাণ কিশাণ সিকন্দ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রাণ কৃষাণ সিকন্দ-এর প্রয়াণ দিবস

প্রাণ কৃষাণ সিকন্দের প্রয়াণ দিবস Death anniversary of Pran Krishan Sikand ২০১৩ সালের ১২ জুলাই। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রাণ কৃষাণ সিকন্দ মৃত্যুবরণ করেন মুম্বাই শহরে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। অভিনয়ে দক্ষতার জন্য ২০০১ সালে তিনি ‘ পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত হন। ২০১৩ সালে পান ‘ দাদা সাহেব ফালকে’ পুরস্কার। প্রাণ কৃষাণ সিকন্দ (Pran Krishan Sikand), যিনি প্রাণ নামে বেশি পরিচিত, ছিলেন বলিউডের এক কিংবদন্তি অভিনেতা । তিনি মূলত খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা এবং বহুমুখী অভিনেতা হিসেবে গণ্য করা হয়, বিশেষত তার খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সুপরিচিত। জন্ম ও প্রারম্ভিক জীবন: জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯২০, দিল্লি, ব্রিটিশ ভারত। মৃত্যু: ১২ জুলাই ২০১৩, মুম্বাই, ভারত। তিনি পাঞ্জাবি খত্রি পরিবারে জন্মগ্রহণ করেন এবং লাহোরে বেড়ে ওঠেন। প্রাণ প্রাথমিকভাবে একজন ফটোগ্রাফার হতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে আসে অভিনয়ের জগতে। ১৯৪০ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘ ইয়ামলা জাট’  দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর ১৯৪২ সালে ...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে