পোস্টগুলি

বল্লভ ভাই প্যাটেল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস : Vallabhbhai Patel's death anniversary ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর। সর্দার বল্লভভাই প্যাটেলে র প্রয়াণ দিবস। ১৯৫০ সালের আজকের দিনে তিনি মুম্বাইয়ে প্রয়াত হন। ১৯৯১ সালে তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী।

সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন

সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন : Sardar Vallabhbhai Patel’s birthday ১৮৭৫ সালের ৩১ অক্টোবর। সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। ১৮৭৫ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী। লৌহ মানব রূপে তিনি অভিহিত হন। স্বাধীনতা উত্তর ভারতকে ঐক্যবদ্ধ রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে এই নামকরণ। ১৯৯১ সালে তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মান লাভ করেন।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে