পোস্টগুলি

১৯৪৪ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

রাজীব গান্ধীর জন্মদিন

রাজীব গান্ধীর জন্মদিন : Rajiv Gandhi's Birthday ১৯৪৪ সালের ২০ আগস্ট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। তিনি ছিলেন ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে তাঁর মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর (দুইজন শিখ দেহরক্ষীর হাতে নিহত হন) পর ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হন। ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। মা ইন্দিরা গান্ধীর মত তিনিও শেষ পর্যন্ত সন্ত্রাসবাদি আক্রমণে মৃত্যুবরণ করেন।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে