চে গেভারার মৃত্যুদিন
চে গেভারার মৃত্যুদিন : Che Guevara's death anniversary ১৯৬৭ সালের ৯ অক্টোবর। চে গেভারার প্রয়াণ দিবস। ১৯৬৭ সালের আজকের দিনে তিনি নিহত হন। বলিভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েন্তোসের নির্দেশে তাঁকে হত্যা করা হয় বলিভিয়ার ‘ লা হিগুয়েরা ’ গ্রামে। নিহত হওয়ার সময় তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।
