পোস্টগুলি

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

ভারতে গবেষণা খাতে বরাদ্দ অর্থের পরিমাণ

ভারতে গবেষণা খাতে বরাদ্দ অর্থের পরিমাণ : Amount of money allocated to research sector in India ভারতে গবেষণা খাতে জনপ্রতি বরাদ্ধের পরিমাণ ৪৬ টাকা ৫০ পয়সা। জাপানে জনপ্রতি গবেষণা খাতে বরাদ্দ করা হয় ১ লক্ষ টাকা ।

মহারাষ্ট্রে বিধ্বংসী বন্যা

মহারাষ্ট্রে বিধ্বংসী বন্যা Devastating floods in Maharashtra ২০০৫ সালের ২৬ জুলাই। মুম্বাই শহর মহারাষ্ট্রের অনেক জায়গায় বিধ্বংসী বন্যা দেখা দেয়। প্রায় ২৪ ঘন্টা অবিরাম বৃষ্টির ফলে এই বন্যা বিপদজনক চেহারা নেয়। প্রায় ১০৯৪ জন মানুষের মৃত্যু ঘটে। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ৩০ ঘন্টা বন্ধ রাখতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিধবা বিবাহ প্রবর্তন আইন

বিধবা বিবাহ প্রবর্তন আইন পাস : Widow marriage law Passed ১৮৫৬ সালের ২৬ জুলাই । ভারতে ‘ বিধবা বিবাহ আইন ’ পাস হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ১৮৫৬ সালের ২৬ জুলাই এই আইন প্রণয়ন ও পাস করেন বড়লাট লর্ড ক্যানিং । উল্লেখ্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রচেষ্টায় বড়লাট ডালহৌসিও সহায়তা করেছিলেন।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে