পোস্টগুলি

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

শেন ওয়ার্নের জন্মদিন

শেন ওয়ার্নের জন্মদিন Shane Warne's birthday ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর। শেন ওয়ার্নের জন্মদিন। ১৯৬৯ সালের আজকের দিনে শেন ওয়ার্ন জন্মগ্রহণ করেন। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেট দলের হয়ে ১৪৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। টেস্ট ম্যাচে ৭০৮ টি উইকেট পেয়েছেন। একদিনের ম্যাচ খেলেছেন ১৯৪ টি। উইকেট পেয়েছেন ২৯৩ টি।

দিল্লিতে সন্ত্রাসবাদী হামলা

দিল্লিতে সন্ত্রাসবাদী হামলা Terrorist attack in Delhi ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর। দিল্লিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা সংগঠিত হয়। এই হামলায় প্রায় কুড়ি থেকে ত্রিশ জনের মৃত্যু হয় এবং প্রায় ১০০ জন মানুষ আহত হন। ৩১ মিনিটের মধ্যে দিল্লির নানা জায়গায় পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের যাত্রা শুরু

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের যাত্রা শুরু : Global Sumud Flotilla begins its journey ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর। ‘ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ’ নামের অসামরিক নৌবহর রওনা হয় গাজার উদ্দেশ্যে। উদ্দেশ্য ত্রাণ সরবরাহ বন্ধ থাকা প্যালেস্টাইনে ত্রাণ পৌঁছে দেওয়া। নৌবহরটি যাত্রা শুরু করে তিউনিসিয়ার ‘ সিদি বউ সাঈদ পোর্ট’ থেকে। নৌবহরটি এই পোর্টে বাঁধা থাকার সময় দুবার আক্রান্ত হয়েছে। এই যাত্রার সময় বন্দরে উপস্থিত ছিলেন বহু মানুষ। প্যালেস্টাইনের প্রতি সংগতি ও সমর্থন জানাতেই তারা হাজির হয়েছিলেন এই বন্দরে। ‘ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ’ নামের গাজাগামী নৌবহরটি স্পেন থেকে যাত্রা শুরু করেছে এবং তিউনিসিয়ার ‘সিদি বু সাইদ বন্দর’ থেকেও যাত্রা শুরু করার কথা ছিল, যেখানে এটি একটি ড্রোন হামলার শিকার হয়। এই বহরটি ফিলিস্তিনপন্থী কর্মী ও ত্রাণসামগ্রী নিয়ে গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা এবং হামলা স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এই নৌবহর। এর উদ্দেশ্য হলো গাজার অবরোধ ভাঙা এবং ত্রাণ পৌঁছানো। উনিসিয়ার ‘ সিদি বু সাইদ বন্দর’ থেকে যাত্রা শুরুর কথা থাকলেও, এটি একটি ড্রোন হামলার শিকার হয়। হামলার ...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে