সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ : Supreme Court's observations on reservation ২০২৫ সালের ২৮ জুলাই। সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের তরফে দায়ের করা ওবিসি সংরক্ষণের বিশেষ অনুমতির জন্য আবেদনের ভিত্তিতে এই অন্তর্বর্তী রায় দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভাই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন — “এক্সিকিউটিভ বা প্রশাসনিক নির্দেশের মাধ্যমে সংরক্ষণ কার্য করা যায়। তার জন্য নতুন আইন বা বিধানসভায় বিল উত্থাপন অপরিহার্য নয়। হাইকোর্টের পর্যবেক্ষণ আমাদের কাছে বিস্ময়কর। সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের উপরে কী করে হস্তক্ষেপ করে আদালত, আমরা বিস্মিত হচ্ছি।” পশ্চিমবঙ্গের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) নতুন তালিকা সংক্রান্ত মামলায় আজ (২৮/০৭/২০২৫) সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভাই এই মন্তব্য করেন। তাঁর প্রশ্ন, “কলকাতা হাইকোর্ট কী যুক্তিতে এইভাবে ওবিসি তালিকা স্থগিত করল? সংরক্ষণ তো একান্তভাবেই প্...