সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ :

Supreme Court's observations on reservation

২০২৫ সালের ২৮ জুলাই। সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের তরফে দায়ের করা ওবিসি সংরক্ষণের বিশেষ অনুমতির জন্য আবেদনের ভিত্তিতে এই অন্তর্বর্তী রায় দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভাই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন —
“এক্সিকিউটিভ বা প্রশাসনিক নির্দেশের মাধ্যমে সংরক্ষণ কার্য করা যায়। তার জন্য নতুন আইন বা বিধানসভায় বিল উত্থাপন অপরিহার্য নয়। হাইকোর্টের পর্যবেক্ষণ আমাদের কাছে বিস্ময়কর। সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের উপরে কী করে হস্তক্ষেপ করে আদালত, আমরা বিস্মিত হচ্ছি।”

পশ্চিমবঙ্গের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) নতুন তালিকা সংক্রান্ত মামলায় আজ (২৮/০৭/২০২৫) সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভাই এই মন্তব্য করেন। তাঁর প্রশ্ন, 
“কলকাতা হাইকোর্ট কী যুক্তিতে এইভাবে ওবিসি তালিকা স্থগিত করল? সংরক্ষণ তো একান্তভাবেই প্রশাসনিক কাজ। এটা নিয়ে কোন বিতর্ক নেই।”

 এই শুনানিতে অংশ নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন, “ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার জন্য ৪০ হাজার শিক্ষক নিয়োগ আটকে আছে। সব প্রমোশন বন্ধ। উচ্চশিক্ষায় নলক্ষ আসনে ছাত্র ভর্তি করতে হবে, সেটাও আটকে আছে। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে অবমাননার মামলাও দায়ের হয়েছে। ফলে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।”

রাজ্য সরকারের এই মামলার বিরুদ্ধে মামলাকারীদের আইনজীবী রঞ্জিত কুমার বলেন, “রাজ্য আইন মেনে পদক্ষেপ করেনি। ওদের আইনজীবীর শীর্ষ আদালতে বলেছিলেন, রাজ্য সরকার নতুন করে সার্ভে করবে। নতুন সমীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু তা করা হয়নি। এরা সঠিকভাবে অনগ্রসর শ্রেণী নির্ধারণ করেনি। ব্যাকওয়ার্ড কমিশনের সুপারিশ ও মানেনি রাজ্য সরকার।”

এই অভিযোগের প্রেক্ষিতে কপিল শিব্বাল বলেন, “কমিশন তাদের কাজ করেছে। কিন্তু আদালতে সঠিক তথ্য দেয়া হচ্ছে না।”

প্রধান বিচারপতির মন্তব্য, “রাজ্য কমিশন কোন একটি পদ্ধতি অনুসরণ করে ওবিসি তালিকা তৈরি করেছে। তা সঠিক কিনা সে বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু একেবারে গোড়া থেকেই তালিকাটি স্থগিত রাখা প্রাথমিকভাবে আমাদের কাছে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। তাই কলকাতা হাইকোর্টের ১৭ জুনের স্থগিতাদেশের উপরে স্থগিতাদেশ জারি থাকবে।”

দুপক্ষের শুনানি শেষে সংশ্লিষ্ট সবপক্ষকে নোটিশ জারি করে জবাব করেছে সুপ্রিমকোর্ট। দুই সপ্তাহ পরে আবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের জুন মাসের নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তার আগে গত বছর মে মাসে হাইকোর্ট ২০১০ এর পর থেকে যাঁদের ওবিসি শংসাপত্র দেয়া হয়েছিল তা বাতিলের নির্দেশ দেয়। 

সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলারই শুনানি হয় আজ। এবং সুপ্রিম কোর্ট সেখানে হাইকোর্টের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেন।

------------xx-----------

মন্তব্যসমূহ

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

আন্তর্জাতিক সাইকেল দিবস

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

বিরসা মুন্ডার মৃত্যুদিন

চে গেভারার জন্মদিন

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে