পোস্টগুলি

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

ছবি
প্রথম ক্রিকেট বিশ্বকাপ প্রথম ক্রিকেট বিশ্বকাপ প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল কবে, কোথায়? First Cricket World Cup ১৯৭৫ সালের ৭ই জুন। ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়। প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করেছিল ক্লাইভ লাইটে নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ টিম। ফাইনালে তারা অস্ট্রেলিয়াকে ১৭ রানে পরাজিত করেছিল। প্রথম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ , যা আনুষ্ঠানিকভাবে ‘ প্রুডেনশিয়াল কাপ ’ নামে পরিচিত ছিল, ১৯৭৫ সালের ৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল একদিনের আন্তর্জাতিক (ODI) ক্রিকেটের প্রথম বিশ্বকাপ। প্রথম ক্রিকেট বিশ্বকাপের সংক্ষিপ্ত বিবরণ: সময়কাল: ৭ জুন - ২১ জুন, ১৯৭৫ আয়োজক দেশ:  ইংল্যান্ড ফরম্যাট: ৬০ ওভারের একদিনের ম্যাচ (প্রতি ইনিংসে ৬০ ওভার)। অংশগ্রহণকারী দল: ৮টি দল - ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকা। দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল। প্রথম ক্রিকেট বিশ্বকাপের ধরন:  সাদা পোশাকে ও লাল বলে দিনের বেলা খেলা অনুষ্ঠিত হত। প্রথম বিশ্বকাপের ফাইনাল:  ফাইনাল ম্যাচটি লন্ডনের লর...

চেনাব সেতুর উদ্বোধন

ছবি
চেনাব সেতুর উদ্বোধন চেনাব সেতুর উদ্বোধন, তথ্য তালাশ বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন World's highest railway bridge inaugurated ২০২৫ সালের ৬ই জুন। উদ্বোধন হল বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর । এই সেতুর নাম ‘ চেনাব সেতু ’ । সেতুটি চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত।  উদ্বোধক হলেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিনাব সেতুর প্রধান স্থপতি  গুয়াহাটি আইআইটির সহকারী অধ্যাপক মাধবী লাথা । বর্তমানে তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রফেসর । রক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ। চীনাব সেতুর নির্মাণের পরিকল্পনা শুরু হয় ২০০৫ সালে। মূল কাজ শুরু হয় ২০১৭ সালে। এবং সেতুটি নির্মাণের কাজ শেষ হয় ২০২২ সালে। আর সেতুটির উদ্বোধন হয় ২০২৫ সালের ৬ই জুন শুক্রবার। চন্দ্রভাগা নদীর জলস্তর থেকে চেনাব সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। সেতুটি লম্বায় ১৩১৫ মিটার দীর্ঘ উধমপুর শ্রীনগর বারামুল্লাহ রেলওয়ে লিংকের এই সেতুর উপরে ইস্পাত দিয়ে তৈরি আর্চটি ৭৮৫মিটার লম্বা । চেনাব সেতু তৈরিতে ইস্পাত লেগেছে ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন । নির্মাতারা দাবি করেছেন এই সেতুটি ১২০ বছর নিশ্চিন্তে টিকে থাকবে । কারণ, সেতুট...

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক : Coronation of Shivaji, founder of the Maratha Empire ১৬৭৪ সালের ৬ জুন। স্বাধীন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজী ভোঁসলের রাজ্যাভিষেক হয়। এই দিন তিনি ‘ছত্রপতি’ উপাধি ও মুকুট ধারণ করেন। মারাঠা সাম্রাজ্যের রাজধানী হয় রায়গড়। ছত্রপতি শিবাজী (১৯ ফেব্রুয়ারি, ১৬৩০ - ৩ এপ্রিল, ১৬৮০) ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা । তিনি ছিলেন এক দূরদর্শী শাসক এবং সামরিক কৌশলী, যিনি মুঘল ও বিজাপুরের আদিলশাহী সালতানাতের মতো শক্তিশালী সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন। সংক্ষিপ্ত বিবরণ: জন্ম ও প্রাথমিক জীবন: শিবাজী ১৬৩০ সালের ১৯ ফেব্রুয়ারি বর্তমান মহারাষ্ট্রের শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহজী ভোঁসলে (বিজাপুর সুলতানির সেনাপতি)  এবং মাতা ছিলেন জীজাবাঈ । শৈশবে তিনি তার মাতা এবং গুরু দাদুজি কোন্ডদেবের কাছে নৈতিকতা, ধর্ম এবং সামরিক প্রশিক্ষণের শিক্ষা লাভ করেন। স্বাধীনতার স্বপ্ন: শিবাজী অল্প বয়স থেকেই একটি স্বাধীন হিন্দু রাজ্য (হিন্দবী স্বরাজ্য) প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে