জিনি সূচক কাকে বলে?
জিনি সূচক কাকে বলে?
What is the Gini index?
জিনি সূচক বা জিনি ইনডেক্স হল একটি অর্থনৈতিক সূচক বা মানদন্ড যা কোনো দেশ বা অঞ্চলের মানুষের আয় বা সম্পদ বন্টনের অসাম্য পরিমাপ করে।
জিনি সূচক বেশি হওয়ার অর্থ, অর্থনীতিতে বন্টনের অসাম্য বেশি। ভোগ্য ব্যয়ের ক্ষেত্রেও অসাম্য যত বাড়বে এই সূচকটির মান তত বাড়বে।
ইতালীয় পরিসংখ্যানবিদ কোরাদো জিনি ১৯১২ সালে এই সূচক উদ্ভাবন করেন। তাঁর নাম অনুসারে এই সূচকের নাম হয়েছে জিনি সূচক। ১৯১২ সালে এ সম্পর্কিত গবেষণাপত্র টি প্রকাশিত হয়।
আরও পড়ুন : সিভিল স্কোর কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন